ফতুল্লায় স্কুলছাত্রী উত্ত্যক্ত করায় যুবক দণ্ডিত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত এবং মারধরের অভিযোগে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 04:58 PM
Updated : 26 Nov 2014, 05:04 PM
বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউসুল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেয়।

মনির হোসেন নামের পেশায় গার্মেন্টস শ্রমিক ওই যুবককে এই কারাদণ্ড দেন।

মনির ফতুল্লার দাপা পাইলট স্কুল সংলগ্ন ইদ্রিস আলীর বাড়িতে ভাড়া থাকেন।

নির্বাহী কর্মকর্তা গাউসুল আজম বলেন, “কয়েকদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে ফতুল্লা পাইলট স্কুলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো বখাটে মনির। সকালে স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীর পথরোধ করে কথা বলার চেষ্টা করে মনির।

“এতে ওই ছাত্রী রাজী না হওয়ায় মনির তাকে চড় মারে। এ সময় স্থানীয়রা মনিরকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তাকে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

পুলিশ দুপুরে মনিরকে ইউএনও কার্যালয়ে নিয়ে গেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেয়া হয় বলে জানান গাউসুল আজম।