চট্টগ্রামে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন

নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৪’ পালন করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর  চট্টগ্রাম কেন্দ্র।‍

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 03:44 PM
Updated : 26 Nov 2014, 03:44 PM

বুধবার চট্টগ্রামের পটিয়া উপজেলা চত্বরে এসব কর্মসূচির উদ্বোধন করেন পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভিন।

বর্ণাঢ্য র‌্যালি, গণজমায়েত ও লিফলেট বিতরণ শেষে উপজেলা মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ পিন্টু।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, বিএনপিএস এর ব্যবস্থাপক ফেরদৌস আহমদ ও বিএনপিএসের জেলা সমন্বয়কারী শরীফ চৌহান।

বক্তারা বলেন, নারীদের সুরক্ষার জন্য অনেক আইন ও নীতি থাকলেও বাস্তবে সমাজে ও রাষ্ট্রে নারীর অবস্থা খুবই নাজুক। এসব আইন ও নীতি কোন সুফল দিবেনা যতক্ষণ পর্যন্ত নারীকে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত করা না যাবে।

বক্তারা, নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সর্বস্তরে নারী নির্যাতন বিরোধী প্রচারণা ‍চালানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।