বরগুনা সদর হাসপাতালে অগ্নিকাণ্ড

বরগুনা সদর হাসপাতালের একটি ওষুধ সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডে বেশ কিছু ওষুধ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 03:16 PM
Updated : 26 Nov 2014, 03:16 PM
বুধবার বেলা ১১টার দিকে সেখানে আগুন লাগে বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হুমায়ুন শাহিন খান জানিয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ওষুধ সংরক্ষণাগার থেকে ধোঁয়া উঠতে থাকে। মুর্হর্তের মধ্যে সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন  নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বেশ কিছু ওষুধ পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি নয় বলে ডাক্তার হুমায়ুন জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে বরগুনার সিভিল সার্জন ডা. মো. রুস্তুম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমেই এ আগুনের ঘটনা ঘটে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তাও ক্ষতিয়ে দেখা হবে।