ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 02:43 PM
Updated : 26 Nov 2014, 03:45 PM

তৃতীয় ওয়ানডেতে বুধবার সফররত জিম্বাবুয়েকে ১২৪ রানে হারিয়ে টানা তিন খেলায় জিতে সিরিজ জয় করে টাইগাররা।

রাষ্ট্রপতি এক অভিনন্দন বার্তায় ক্রিকেটারদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। 

সার্ক সম্মেলনে অংশ নিতে নেপালে অবস্থানরত শেখ হাসিনাও জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং বিসিবি কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়।

“আমি আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে,” অভিনন্দন বার্তায় বলেছেন প্রধানমন্ত্রী।

এক অভিনন্দন বার্তায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “পরপর তিন ম্যাচে জয়লাভ করে সিরিজ জয় নিশ্চিত করা অত্যন্ত আনন্দের, গৌরবের ও সম্মানের।”

ক্রিকেট দলের এ জয়ের ধারা অব্যাহত থাকব বলে আশা প্রকাশ করেন তিনি।

জয়ের জন্য ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াও ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।