মোদীর ধর্মগুরু রমেশ ভাই এখন বাংলাদেশে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধর্মগুরু হিসেবে পরিচিত শ্রী রমেশ ভাই ওজা বাংলাদেশে এসেছেন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 02:18 PM
Updated : 26 Nov 2014, 02:18 PM

বুধবার দুপুরে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ঢোকেন তিনি। ভারতের গুজরাট থেকে আসা রমেশ ভাই ওজার সঙ্গে আরো ছয় জন হিন্দু ধর্মগুরু আছেন। 

তারা ফরিদপুরের চকবাজার এলাকার ‘শ্রী সিতা নারায়ণ মন্দির’ পরিদর্শন করবেন বলে বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন।

বেনাপোলের পৌর মেয়র আশরাফুল আলম লিটন বেনাপোল চেকপোস্টে ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান।

এসময় পোর্ট থানার ওসি অপূর্ব হাসান,  বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির বেনাপোল পৌর শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন উজ্জল উপস্থিত ছিলেন।

রমেশ ওজা ও তার সঙ্গীরা দুপুরেই বেনাপোল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন।

তারা এক সপ্তাহ বাংলাদেশে থাকবেন বলে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নেতা আসাদ জানান।

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তার বাড়িও সেখানে।

এই গুজরাটের ধর্মগুরু রমেশভাই ওজা বেদান্ত দর্শনের প্রচারক। ভারতের প্রাচীন ঋষি-গুরুকুলের রীতি-নীতি প্রচারে গুজরাটের দেবকায় দেবকা বিদ্যাপীঠ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।