লাইনচ্যুত রেল উদ্ধার, চলাচল শুরু

প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 01:34 PM
Updated : 26 Nov 2014, 04:53 PM
বুধবার রাত সোয়া ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান কুমিল্লা রেলওয়ের স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার ময়নামতি রেল স্টেশনে চট্টগ্রামমুখী একটি মালবাহী রেলের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে ঢাকামুখী মহানগর গোধূলী এক্সপ্রেস।

স্টেশন মাস্টার সফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাকসাম জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের গিয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় রেল যোগাযোগ স্বাভাবিক করতে সক্ষম হয়।

কুমিল্লার লালমাই স্টেশনে আটকা পড়ে থাকা মহানগর গোধূলী এক্সপ্রেস ইতিমধ্যে ঢাকার উদেশ্যে রওনা হয়েছে বলে জানান তিনি।