জমি নিয়ে বিরোধে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 01:27 PM
Updated : 26 Nov 2014, 02:21 PM
বুধবার বেলা ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জহিরুল কবীর আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ফুলপুর উপজেলার কাশিগঞ্জ গ্রামের আসকর আলী, সাহাব উদ্দিন ও তুলা মিয়া।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- একই এলাকার রুবেল মিয়া, আব্দুস সাত্তার, সুরুজ্জামান, আবু বক্কার ও আতাব উদ্দিন।

আদালত পুলিশের পরিদর্শক শহীদ শুকরানা জানান, ২০০২ সালের ২৭ মে জমি নিয়ে বিরোধের জেরে ফুলপুরের কাশিগঞ্জের আব্দুল হালিমকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহতের ভাই আবু হানিফা ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে আট জনকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার আদালত এ রায় দেয়।