জাহাঙ্গীরনগরে জাতীয় নারী বিতর্ক উৎসব শুরু

‘মর্যাদায় গড়ি সমতা’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে জাতীয় নারী বিতর্ক উৎসব-২০১৪।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 01:10 PM
Updated : 26 Nov 2014, 01:10 PM

চার দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি দেবাংশু শুভ জানান, এবারের প্রতিযোগিতায় ৩২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।

এই বিতর্ক উৎসবের প্রতিপাদ্য নারীর সমতা বিধান, মর্যাদা অর্জন, নারীর প্রতি সহিংসতা রোধ এবং নারীর গৃহস্থালী কাজকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার অনুষ্ঠিত হয়েছে আন্তঃহল বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।

বৃহস্পতিবার আন্তঃহল বিতর্ক ও শুক্রবার নারী বিতার্কিকদের অংশগ্রহণে জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতা হবে।

শনিবার প্রতিযোগিতার শেষ দিনে আনন্দ শোভাযাত্রা, সমাপণী বিতর্ক ও পুরস্কার বিতরণ করা হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, ছাত্র-কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ড. রাশেদা আখতার, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. খবির উদ্দিন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের মডারেটর অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান।

২০১২ সালে প্রথমবারের মতো জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন।