শনিবার থেকে চট্টগ্রামের সরকারি স্কুলে ভর্তিফরম

চট্টগ্রাম নগরীর ৯টি সরকারি স্কুলে ভর্তি ফরম বিতরণ শুরু হচ্ছে আগামী শনিবার থেকে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 12:53 PM
Updated : 26 Nov 2014, 12:53 PM

বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরম বিতরণ চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।আর রোববার তেকে জমা নেওয়া শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্ট স্কুল থেকে অথবা জেলা প্রশাসনের ওযেব সাইট www.chittagong.gov.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

স্কুলের কোড নম্বর আবেদনপত্রে উল্লেখ করে ১৫০ টাকা পরিশোধ করতে হবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। 

নয়টি স্কুলের কোড নম্বরগুলো হচ্ছে- কলেজিয়েট স্কুল ১৪, মুসলিম হাইস্কুল ১৫, খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৬, নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১৭, চট্টগ্রাম সরকারি স্কুল ১৮, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৯, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ২০, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২১ এবং হাজী মুহাম্মদ সরকারি বলিকা উচ্চ বিদ্যালয় ২২।

ফাইল ছবি

বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার সময়সূচিও দেওয়া হয়েছে।

আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টা-১২টায় পঞ্চম এবং একটা থেকে বিকাল ৩টা পর্যন্ত অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৩ ডিসেম্বর একই সময়ে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষা হবে।

জেএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠেয় পরীক্ষায় মেধাক্রম অনুসারে ও পছন্দ অনুযায়ী স্কুলে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

ওয়েবসাইটের পাশাপাশি স্কুলগুলোর নোটিস বোর্ড থেকেও ভর্তি সংক্রান্ত সব তথ্য জানা যাবে।