রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 12:18 PM
Updated : 26 Nov 2014, 12:18 PM

বুধবার বিকালে সৌদি রাষ্ট্রদূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি সম্প্রতি হজ পালনের জন্য তার সৌদি আরব সফরের কথা তুলে ধরে আতিথেয়তার জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান।

সৌদি আরব ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেবে বলেও রাষ্ট্রপতি এসময় আশা প্রকাশ করেন। 

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য গত সাড়ে ছয় বছরে বিদায়ী রাষ্ট্রদূতের আন্তরিকতার জন্য তাকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি আরও আশা করেন, সৌদি রাষ্ট্রদূত যেখানেই থাকুন না কেন বাংলাদেশের জন্য তার শুভকামনা থাকবে।

আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি এসময় বলেন, বাংলাদেশ এবং সৌদি আরবের সম্পর্ক আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হবে।

তিনি রাষ্ট্রপতিকে বলেন, সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে তার অনেকগুলোও সমাধান হয়েছে।

বিদায়ী রাষ্ট্রদূত এসময় তার ঢাকায় কর্মকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূতের পর বাংলাদেশ কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান একরাম আহমেদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।

এসময় পিএসসি চেয়ার‌্যমান, আগামী ২৪-২৬ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য সার্কভূক্ত দেশগুলোর কর্ম কমিশনের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিতব্য একটি সম্মেলনের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহতি করেন।

তিনি এসময় রাষ্ট্রপতিকে ওই সম্মেলন উদ্বোধনেরও আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতিকে তাকে আমন্ত্রণ জানানো জন্য ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির কার‌্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।