‘উত্তরণে দরকার সমন্বিত জ্ঞান ও সংস্কৃতির দর্শন’

‘সন্ত্রাসকবলিত বিশ্ব, মানব অস্তিত্বের সংকট’ এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস পালন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 12:04 PM
Updated : 26 Nov 2014, 12:04 PM

বুধবার এ উপলক্ষে দর্শন বিভাগের আয়োজনে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘দর্শন হচ্ছে সকল জ্ঞানের নির্যাস’- এই অভিমত ব্যক্ত করে বর্তমান বিশ্ব সংকট থেকে উত্তরণে সমন্বিত জ্ঞান ও সংস্কৃতির দর্শনের প্রয়োজনীয়তার কথা বলেন আলোচকরা।

প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক সভায় মূল আলোচক ছিলেন।

অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, উপউপাচার্য চৌধুরী সারওয়ার জাহান ও দর্শন বিভাগের অধ্যাপক আবদুল হামিদ ও  মহেন্দ্রনাথ অধিকারী বক্তব্য দেন।