ক্রেন উল্টে বিপত্তি

চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সময় একটি ক্রেন উল্টে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস এলাকার আশপাশের সড়কে যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে মানুষকে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 11:40 AM
Updated : 26 Nov 2014, 11:40 AM

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কাস্টমস মোড়ে একটি বড় বিলবোর্ড উচ্ছেদের সময় ক্রেনটি উল্টে যাওয়ায় অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন নেতৃত্বে কাস্টমস মোড় ও আশপাশের এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান চলছিল।

ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুটি বিলবোর্ড উচ্ছেদের পর শিপিং করপোরেশন কার্যালয়ের সামনে একটি বড় অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সময় রাস্তায় ক্রেনটি উল্টে যায়।

ক্রেন উল্টে রাস্তায় যানজটের কথা স্বীকার করেছেন তিনি।

বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম জানান, বেলা চারটার দিকে কাস্টমস মোড়ের উভয়পাশের সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।