গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 10:46 AM
Updated : 26 Nov 2014, 10:46 AM
বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, বুধবার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. এম খায়রুল আলম খানের হাতে সব ইউনিটের ফলাফল তুলে দেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মো. শাহজাহান।

এ সময় সব অনুষদের ডিন ও সভাপতি উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি ইউনিটের ১৪টি বিভাগে মেধা তালিকা থেকে ৬৮০ জন এবং মুক্তিযোদ্ধা, উপজাতি ও প্রতিবন্ধী কোটায় ৬৭ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। 

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  www.bsmrstu.edu.bd  থেকে জানা যাবে বলে জানান তিনি।

গত ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় ৪০ হাজার ৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়।