চট্টগ্রামে বৈধ বিলবোর্ড উচ্ছেদের অভিযোগ

চট্টগ্রামে উচ্ছেদ অভিযানে বৈধ বিলবোর্ড যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম আউটডোর বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 10:31 AM
Updated : 26 Nov 2014, 11:41 AM

বুধবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলমের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান অ্যাসোসিয়েশনের সভাপতি ও নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফরিদ মাহমুদ বলেন, "অবৈধ বিলাবোর্ড উচ্ছেদ অভিযানে নগরীর আগ্রাবাদ ও প্রবর্তক থেকে ছয়টি বৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

"বৈধ ও অবৈধ বিলবোর্ড চিহ্নিতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো যত্নশীল হতে মেয়রের সহযোগিতা চেয়েছি।”

কিছু অসাধু অবৈধ বিলবোর্ডের মালিকরা সিটি করপোরেশনের স্টিকার নকল করে বিলবোর্ডে সেঁটে দেওয়ায় এ সমস্যা হচ্ছে বলে মনে করেন তিনি।

বৈঠকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনকে অ্যাসোসিয়শনের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান ফরিদ মাহমুদ।

গত ১৬ নভেম্বর থেকে অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার ‍আবদুল জলিল মণ্ডল।

তবে সিসিসি ‘সমন্বয়হীনভাবে' অবৈধ বিলবোর্ডের এ তালিকা তৈরি করেছে বলে অভিযোগ করে আসছে বিলবোর্ড মালিকদের সংগঠন চট্টগ্রাম আউটডোর বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশন।

সিসিসি দাবি করেছে, বিলবোর্ড মালিকরা সহযোগিতা না করায় সব অবৈধ বিলবোর্ড তালিকাবদ্ধ করা সম্ভব হয়নি।