বেনাপোলে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আটক ৩

বেনাপোলের ‘বাহাদুরপুর বাওড়’ দখলকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষের মধ্যে চার দিন ধরে চলা দফা দফায় সংঘর্ষের পর তিন যুবলীগকর্মীকে আটক করেছে পুলিশ।  

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 07:18 AM
Updated : 26 Nov 2014, 07:18 AM

বেনাপোল বন্দর থানার এসআই শরীফ হাবিবুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তিন জনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- ধান্যখোলা গ্রামের হায়দার (২৮), মোহম্মাদ এনাই (২৫) ও মঈনুল ইসলাম (২৭)।

এরা সবাই বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের সমর্থক বলে জানিয়েছে এলাকাবাসী।  

স্থানীয়রা জানিয়েছে, ওই বাওড়ের দখল নিয়ে গত ২২ নভেম্বর শনিবার রাত থেকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিজানুর এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ধান্যখোলা গ্রামের মুছা করিম, ইকবাল হোসেন, কুমড়ো ফকির, নাসির উদ্দিনসহ কয়েকজন আহত হন।

স্বজনরা জানিয়েছে, নাসিরকে (৪২) রোববার রাতে এবং ফকিরকে (৪০) সোমবার রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সংঘর্ষকারী দুইপক্ষের মুছা করিম ও বদিউজ্জামান নামে দুই জন বন্দর থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করেন। এর মধ্যে মুসা গত ২২ নভেম্বরই মামলা করেন। অন্য মামলাটি হয় তিন দিন পরে মঙ্গলবার রাতে। দুই মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত অন্তত ২৫ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।   

এসআই হাবিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটককৃতরা বদিউজ্জামানের করা মামলার আসামি, তারা যুবলীগ সমর্থক বলে জানতে পেরেছি। অন্য আসামিরা পলাতক, তাদের সন্ধান চলছে।”

এলাকায় শৃংখলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ টহলে রয়েছে বলেও জানান তিনি।

সংঘর্ষের বিষয়ে জানতে দুই আওয়ামী লীগ নেতা মিজানুর ও মফিজুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।