প্রমা’র দুই যুগ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

শুদ্ধ ভাষিক চর্চার দুই যুগ পূর্তিতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রামের আবৃত্তি সংগঠন প্রমা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 06:58 PM
Updated : 25 Nov 2014, 06:58 PM

চট্টগ্রাম জেলা শিল্প একাডেমিতে এ অনুষ্ঠান ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর।

প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রা, ঢোলবাদন, বৃন্দ ও একক ‍আবৃত্তির পাশাপাশি থাকছে দেশের ছয় বিভাগের ১২ জেলার আবৃত্তি শিল্পীদের পরিবেশনা।

দ্বিতীয় দিন থাকছে প্রমার জন্মদিন উদযাপন, আলোক প্রজ্বলন ও ফানুস ওড়ানো, আবৃত্তি আড্ডা ও গণসঙ্গীত।

অনুষ্ঠানের শেষ দিন কলকাতা ও আগরতলা থেকে আসা আবৃত্তি শিল্পীদের কন্ঠে কবিতা শোনার ‍সুযোগ থাকছে।

দুদিনের এই অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন।