চট্টগ্রামে রামকৃষ্ণ সেবাশ্রমের নতুন মন্দিরের উদ্বোধন হচ্ছে

চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের নবনির্মিত মন্দিরের উদ্বোধন উপলক্ষে পাঁচ দিনের অনুষ্ঠান শুরু হচ্ছে শনিবার থেকে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 06:10 PM
Updated : 25 Nov 2014, 06:10 PM

নগরীর আসকারদীঘির পাড়ে হওয়া এ মন্দিরের শুভ উদ্বোধন করবেন ভারতেরস বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি শ্রীমৎ স্বামী প্রভানন্দজী মহারাজ।

উদ্বোধন উপলক্ষে আগামী শনিবার থেকে পাঁচ দিনের অনুষ্ঠানমালায় আলোচনা সভা, সেমিনার, সংগীতানুষ্ঠান,  প্রসাদ বিতরণ রয়েছে।

নগরীর আসকারদীঘির পাড়ে মন্দিরে এবং জেএমসেন হল প্রাঙ্গণে পাঁচদিনের অনুষ্ঠান চলবে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম রামকৃঞ্চ সেবাশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশ্রমের সম্পাদক ও মহারাজ স্বামী শক্তিনাথানন্দ এ তথ্য জানান।

তিনি বলেন, এ অনুষ্ঠানে দেশ ও বিদেশের বিভিন্ন মঠ ও মিশন থেকে ৭০ জন মহারাজ ও ব্রহ্মচারী চট্টগ্রামে আসছেন।

স্বামী শক্তিনাথানন্দ বলেন, রামকৃষ্ণ সেবাশ্রম মূলত বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এরমধ্যে দুঃস্থদের জন্য চিকিৎসা ব্যবস্থা, গরীবদের জন্য শিক্ষার ব্যবস্থা উল্লেখযোগ্য।

আদিবাসীদের জন্য খাগড়াছড়িতে একটি ছাত্রাবাসসহ শিক্ষা প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে দেশ- বিদেশের মহারাজ ছাড়াও চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন প্রমুখ উপস্থিত থাকবেন।

এছাড়া অনুষ্ঠানে বাউল গান, ধর্মীয় সংগীত, রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন বিভিন্ন শিল্পীরা।

সংবাদ সম্মেলনে আশ্রমের সভাপতি গুরুপদ পালিত, কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত উপস্থিত ছিলেন।