‘ঘরে-বাইরে শান্তি আনো, নারীর প্রতি সহিংসতা বন্ধ কর’

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারীর প্রতি সহিংসতাবিরোধী প্রচারণা শুরু করেছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেইনিং সেন্টার (পিএসটিসি)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 05:48 PM
Updated : 25 Nov 2014, 05:48 PM

মঙ্গলবার নগরীর প্রেসক্লাব চত্বর থেকে এ ‘ঘরে-বাইরে শান্তি আনো, নারীর প্রতি সহিংসতা বন্ধ কর’ শিরোনামে এ প্রচারণার উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।

পিএসটিসি’র ‘ইউনাইট ফর বডি রাইটস’ প্রোগ্রামের আওতায় শুরু হওয়া এ প্রচারণা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

আবুল মোমেন বলেন, বাংলাদেশের এক তৃতীয়াংশ নারী কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার। বর্তমান সমাজ প্রতিনিয়ত নারীর মধ্যে নিরাপত্তাহীনতার বোধ তৈরি করে দিচ্ছে।

“ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে এ নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে নিজ নিজ অবস্থান থেকে চালাতে হবে জোর প্রচারণা।”

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল্লাহ, নাগরিক সমাজের প্রতিনিধি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল ও চলচ্চিত্রকার রফিকুল ‍আনোয়ার রাসেল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নারী নির্যাতনবিরোধী ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে একটি শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।