বেনাপোলে ৬ বাংলাদেশিকে ফেরত

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক শিশুসহ ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 05:23 PM
Updated : 25 Nov 2014, 05:23 PM

মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এরা হলেন- বাগেরহাটের জাফর শেখের স্ত্রী নাসিমা বেগম(৩৫), বাসেদ আলীর স্ত্রী সেলিনা বেগম(৩৪), ফিরোজ মোল্লা (৩২), মুন্সীগঞ্জের নিতাই মণ্ডলের ছেলে শিপন মণ্ডল (৩৬), শিপন মণ্ডলের স্ত্রী মালা রানী (২২) ও শিপনের মেয়ে অঙ্কিতা মণ্ডল (১)।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আয়ুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় পেট্রাপোল সীমান্ত থেকে বিএসএফ ওদেরকে আটক করে।

ছয় বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা ।