লংগদুতে অপহৃত ৩ বন কর্মকর্তা উদ্ধার

অপহরণের ১৯ দিন পর পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষকসহ তিন কর্মকর্তা উদ্ধার হয়েছেন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 05:15 PM
Updated : 25 Nov 2014, 05:15 PM

ফাইল ছবি

এরা হলেন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফরিদ মিয়া, রেঞ্জ কর্মকর্তা রবিউল হোসেন ও ফরেস্টার বিবর্তন চাকমা।

জেলা পুলিশ সুপার আমেনা বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নানিয়ারচর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

তিনি বলেন, বেশ কয়েকদিন থেকে অপহৃত তিন বন কর্মকর্তাকে উদ্ধারের জন্য লংগদু উপজেলাসহ পাশ্ববর্তী এলাকায় অভিযান চালানো হয়। মঙ্গলবার নানিয়ারচরে অভিযানের এক পর্যায়ে তিন বন কর্মকর্তাকে ছেড়ে পালিয়ে যায় অহরণকারীরা।

পরে তাদের উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

গত ৬ নভেম্বর রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলীর খারিকাবা এলাকা থেকে একদল দুর্বৃত্ত ওই তিন জনকে অস্ত্রের মুখে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।