চট্টগ্রামে ধর্ষকের যাবজ্জীবন

কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় চট্টগ্রামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 03:30 PM
Updated : 25 Nov 2014, 03:30 PM
মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন বলে জানান ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার।

দণ্ডপ্রাপ্ত আাব্দুল্লাহ আল নোমান নগরীর মধ্যম বাকলিয়া এলাকার মাওলানা অব্দুল গফুর রোডের বাসিন্দা আব্দুল মতিনের ছেলে। আসামি নোমান পলাতক।

আইনজীবী জেসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নোমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে অপহরণ ও ধর্ষণের দুইটি ধারায় আলাদা আলাদা যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

“একটি সাজা শেষ হলে অন্যটি কার্যকর হবে।”

মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর নোমান চন্দনাইশ বিজিসি ট্রাস্ট কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে।

ঘটনার পর ছাত্রীটির মা নোমানসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় এই মামলা করেন।

আইনজীবী জেসমিন জানান, একই বছরের ৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা নোমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন এবং পরের বছরের ১৩ অক্টোবর আদালত  অভিযোগ গঠন করে।