গৃহবধূকে উত্ত্যক্ত করায় যুবকের সাজা

গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 03:27 PM
Updated : 25 Nov 2014, 03:27 PM
মঙ্গলবার নগরীর হালিশহর রুঙ্গি পাড়ায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরশাফুল আলম এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ শাহজাহান (৩০) আগ্রাবাদ বাদামতলী এলাকার আলি আহামদের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ম্যাজিস্ট্রেট আরশাফুল আলম জানান, শাহজাহান দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করছিল।

“মোবাইল ফোনের পাশাপাশি ওই নারীর স্বামী অফিসে এবং ছেলে কলেজে চলে যাওয়ার শাহাজান তাকে বাসায় গিয়ে উত্ত্যক্ত করত।”

এ ব্যাপারে হালিশহর থানায় অভিযোগ করা হলেও শাহজাহান তাকে উত্ত্যক্ত করা বন্ধ করেনি।

ম্যজিস্ট্রেট আশরাফুল আলম জানান, মঙ্গলবার সকালে ওই নারীর বাসায় গিয়ে শাহজাহান উত্ত্যক্ত করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। 

অস্ত্র মামলায় এক ব্যক্তির দণ্ড

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন এবং বিশেষ ট্রাইবুন্যালের বিচারক রেজাউল করিম  অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

আসামি মো. আলমগীর পটিয়া পোস্ট অফিস এলাকার আহমদ শরীফের ছেলে।

জামিনলাভের পর থেকে পলাতক রয়েছেন আলমগীর।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার জানান, ২০০৪ সালের ১ জুন পটিয়ার নিজ বাড়ি থেকে অস্ত্রসহ আলমগীরকে গ্রেপ্তারের পুলিশ পটিয়া থানায় এই মামলা করে।

মামলার তদন্ত কর্মকর্তা একই বছরের ৬ জুন আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পর ৩১ অগাস্ট অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।