রাজশাহীতে নির্যাতনের শিকার ২৩১ শিশু

রাজশাহী জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ২৩১টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জেলা মহিলা পরিষদ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 01:35 PM
Updated : 25 Nov 2014, 01:35 PM

মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নগরীর আলুপট্টি মুক্তিযুদ্ধ পাঠাগারে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাজশাহী জেলায় ৪৪৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি শিশুকে হত্যা এবং নির্যাতনের শিকার হয়েছে ২৩১টি শিশু।

এই সময়ে ১৩টি আত্মহত্যা, ১২টি আত্মহত্যার চেষ্টা, নয়টি নির্যাতন, ২৪টি যৌন নির্যাতন, ১৪টি ধর্ষণের ঘটনা এবং ১২টি নিখোঁজ, ২৪টি অস্বাভাবিক মৃত্যু ও ১৯টি অপহরণের ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক কল্পনা রায় ধর্ষণকারীদের পারিবারিক ও সামাজিকভাবে বয়কট, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও আন্তর্জাতিক সিডও সনদ বাস্তবায়নসহ ১২ দফা সুপারিশ তুলে ধরেন।

এর আগে সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে একটি মানববন্ধন হয়।

জেলা মহিলা পরিষদের সভাপতি আবেদা রায়হান বুলির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কল্পনা রায়, নারী আন্দোলন সম্পাদক বুলবুল রানী ঘোষ, লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, অর্থ সম্পাদক সেলিনা বানু, প্রোগ্রাম এক্সিকিউটিভ হোসনে আরা ও অধ্যাপক নুরুন নাহার।