চট্টগ্রামে আরো ৮টি বিলবোর্ড উচ্ছেদ

অভিযানের সপ্তম দিনে চট্টগ্রামের কাজীর দেউড়ী থেকে আরো ৮টি অবৈধ বিলবোর্ড ও ২২টি ইউনিপোল উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 12:22 PM
Updated : 25 Nov 2014, 12:22 PM
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা বিকাল ৩টা এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

তিনি জানান, অ্যাড গার্ডেনের মালিকানাধীন ৬টি আর মোবিলিংকের মালিকাধীন দুটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

‍“কাজীর দেউড়ী ও আশপাশের এলাকায় এ অভিযানে ২২টি ইউনিপোলও উচ্ছেদ করা হয়।”

গত ১৩ নভেম্বর শুরু হওয়া এ অভিযানে এ পর্যন্ত ৪২টি অবৈধ বিলাবোর্ড উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। অন্যদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ উচ্ছেদ করেছে ৯টি।

গত ১৩ নভেম্বর সিটি করপোরেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরুর ঘোষণা দেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল।

এর পর দুইদিন নগরীতে মাইকিং শেষে ১৬ নভেম্বর থেকে সিটি করপোরেশনের করা তালিকা ধরে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু হয়।

তালিকা অনুযায়ী নগরীতে বৈধ বিলবোর্ড ছয় হাজার ৪৮৫, আর অবৈধ বিলবোর্ড ৩৫৪টি।