চুয়াডাঙ্গায় ২ জামায়াত নেতা কারাগারে

চুয়াডাঙ্গায় রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে দায়ের করা এক মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 10:48 AM
Updated : 25 Nov 2014, 12:04 PM

মঙ্গলবার দুপুরে দামুড়হুদার আমলী আদালতে হাজির হয়ে তারা জামিন চাইলে বিচারক মোহাম্মদ তৈয়ব আলী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরা হলেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য আজিজুর রহমান এবং দামুড়হুদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির শরীফুল আলম মিল্টন।

দুপুরের দিকে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন বলে জানান চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক।

গত ১৭ সেপ্টেম্বর দামুড়হুদা থানার এসআই আবু জাহের ভুঁইয়া বাদী হয়ে জামায়াতের এ দুই নেতাসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৪-১৫ জনের নামে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন।

আসামিদের আইনজীবী মাসুদ পারভেজ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার পর শরীফুল ও আজিজুর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য জামিন নিয়েছিলেন। গত ২৪ নভেম্বর ওই জামিনের মেয়াদ শেষ হয়।