আশুলিয়ায় শ্রমিকের মৃত্যু, কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যুর পর কারখানাটিতে একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 10:12 AM
Updated : 25 Nov 2014, 11:39 AM
মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর আল আমিন (৩২) মারা গেলে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে।

কারখানাটির মালিক বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন-বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম।

শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিনের মতো সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন। এর কিছুক্ষণ পরেই কোয়ালিটি ইন্সপেক্টর আল আমিন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে শ্রমিকরা তাকে পার্শ্ববর্তী নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, “আল আমিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ঘটনায় এক দিনের জন্য কর্তৃপক্ষ কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যায়।”