গাজীপুরে কারখানা থেকে এক ট্রাক কাপড়-সুতা লুট

গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানার নিরাপত্তারক্ষীদের বেঁধে প্রায় ৩২ লাখ টাকার কাপড় ও সুতা ট্রাকে ভরে লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 08:55 AM
Updated : 25 Nov 2014, 08:55 AM
সোমবার গভীর রাতে জরুন এলাকার ‘অ্যাসট্রো নিটওয়্যার’ কারখানায় এ ঘটনা ঘটে বলে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান।

দুর্বৃত্তদের হামলায় আব্দুর রাজ্জাক নামে এক প্রহরী আহত হন।     

প্রহরীদের বরাত দিয়ে শিল্প পুলিশের ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে কারখানার নীচতলায় প্রধান ফটকের তালা ভেঙে ২০/২৫ জন মুখোশধারী প্রবেশ করে।

তারা অস্ত্রের মুখে দায়িত্বরত প্রহরীদের বেঁধে ফেলে এবং প্রায় ৩২ লাখ টাকার কাপড় ও সুতা ট্রাকে বোঝাই করে চলে যায়।

খবর পেয়ে মঙ্গলবার সকালে শিল্পপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।