মেঘনা থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে নিখোঁজ কলেজ ছাত্রীর লাশ উদ্ধার হয়েছে, যিনি নিজেই লঞ্চ থেকে পানিতে ঝাঁপ দিয়েছিলেন বলে জানিয়েছে তার সহযাত্রীরা। 

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 06:56 AM
Updated : 25 Nov 2014, 06:56 AM

মোহনপুর নৌ-পুলিশের ইনচার্জ এসআই মো. শাহ আলম জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় নদী থেকে মুনা (১৮) নামে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

ফাইল ছবি

মুনার বাড়ি মানিকগঞ্জে। ঢাকা ক্যান্ট পাবলিক গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি। বাবার নাম আমিনুর রশিদ।

পুলিশ জানায়, সোমবার বিকালে ওই কিশোরী ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি সোনারতরী লঞ্চে উঠেছিলেন। এ সময় তার সঙ্গে আর কাউকে দেখা যায়নি বলে জানিয়েছেন লঞ্চের অন্য যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী লঞ্চযাত্রী অভিজিত রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত পৌনে ৮টার দিকে লঞ্চটি চাঁদপুরের ষাটনল এলাকায় এলে ওই কিশোরী হঠাৎ করেই নদীতে ঝাঁপ দেয়।

“এ সময় লঞ্চ থামিয়ে প্রায় এক ঘণ্টা ধরে নদীতে ওই কিশোরীকে খোঁজার চেষ্টা চলে। কিন্তু পাওয়া যায়নি। পরে আমরা মেয়েটির সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ডায়েরিতে নাম ও ঠিকানা জানতে পারি।”