নয় দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্র শাহরিয়ার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁনপুর থেকে অপহৃত স্কুলছাত্র শাহরিয়ার আলমকে (৯) নয় দিনেও উদ্ধার করা যায়নি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 02:29 PM
Updated : 24 Nov 2014, 02:29 PM

এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নলমার রমজান আলীর ছেলে মো. শাহজাহান (৩৮), মির্জাপুরের পথহারার মফিজ উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (১৬), গাজীপুরের কালিয়াকৈরের টেকিবাড়ির নাজিম উদ্দিনের ছেলে মামুন মিয়া (১৫) ও জিন্নাত আলীর ছেলে রুবেল মিয়া (২৫)।

এদের মধ্যে মো. শিহাব সোমবার গাজীপুর আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার শামসুল আলমের ছেলে ও স্থানীয় টালাবহ মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শাহরিয়ার আলম (৯) গত ১৪ নভেম্বর অপহৃত হয়।

এরপর তার বাবার মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। নইলে শাহরিয়াকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।

রফিকুল ইসলাম জানান, এক পর্যায়ে ৫০ হাজার টাকায় রাজি হলে তিন অপহরণকারী রোববার বিকালে মুক্তিপণের টাকা নিতে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকার যায়।

এ সময় স্থানীয় জনতা রুবেল মিয়া, শিহাব ও মামুন মিয়াকে ধরে কালিয়াকৈর থানায় সোপর্দ করে।

তাদের দেওয়া তথ্যমতে কালিয়াকৈর থানা পুলিশ সোমবার টঙ্গাইলের ঘাটাইল থেকে মো. শাহজাহানকে গ্রেপ্তার করেছে বলে জানান রফিকুল।