হরতালের ঘোষণায় উৎকণ্ঠা ক্ষুদেদের পরীক্ষা নিয়ে

প্রাথমিক সমাপনী পরীক্ষার মধ্যে হরতালের ঘোষণা আসায় উৎকণ্ঠায় পড়েছেন ক্ষুদে পরীক্ষার্থীদের অভিভাবকরা।

শহীদুল ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 02:20 PM
Updated : 24 Nov 2014, 05:41 PM

এর আগের বেশ কয়েকটি পাবলিক পরীক্ষা হরতালের মুখে পড়ে। বাধ্য হয়েই ওই সব পরীক্ষা পেছাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

তবে মঙ্গলবার হরতালের ঘোষণা থাকলেও পরীক্ষা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

আগের অভিজ্ঞতা মাথায় রেখেই সন্তানদের প্রাথমিক ও ইবতেদায়ী সমপানী পরীক্ষা নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন পঞ্চম শ্রেণিপড়ুয়া ৩১ লাখ শিক্ষার্থীর অভিভাবকরা।

ক্ষুদে পরীক্ষার্থীরাও বলছে, কোনো ঝামেলাই ছাড়াই পরীক্ষা শেষ করতে চায় তারা।

এই পরীক্ষা শুরুর দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানও পরীক্ষার মধ্যে হরতাল না দেওয়ার অনুরোধ করেছিলেন।

হজ নিয়ে মন্তব্যের জন্য মন্ত্রিত্ব হারানো আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার হরতালের ঘোষণা দিয়েছে এনডিএফ নামে একটি রাজনতিক জোট। বৃহস্পতিবার হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার প্রাথমিক সমাপনীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ীতে পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের পরীক্ষা রয়েছে।

আর বৃহস্পতিবার প্রাথমিক সমাপনীতে ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়ীতে কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা রয়েছে। প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে এ বছর ৩১ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

রাজধানীর সেগুন বাগিচার এক অভিভাবক আসলাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাচ্চারা ভালোমতো পরীক্ষা শেষ করুক আমরা এটাই চাই। কিন্তু হরতাল হলে কী হবে? হরতালে বাচ্চাকে নিয়ে বাড়ি থেকেই বের হওয়াই তো নিরাপদ না।”

সুমাইয়া আক্তার নামের মিরপুরের একজন গৃহিনী জানান, প্রাথমিক সমাপনীতে তার ছেলে প্রথম দুটি পরীক্ষা ভালোই দিয়েছে।

“হরতাল দিলে পরীক্ষার শিডিউলও এলোমেলো হয়ে যাবে। এক বিষয়ের প্রস্তুতি নেওয়ার পর ওই পরীক্ষা না হলে কী হবে, বুঝতে পারছি না। আমরা হরতাল চাই না।”

হরতাল-রাজনীতি ভালোমতো না বুঝলেও মায়ের পাশে বসা সুমাইয়ার ছেলে বলে, “আমি ভালোমতো পরীক্ষা শেষ করতে চাই।”

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেন জানান, হরতালের চূড়ান্ত ঘোষণা এলে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এনডিএফ চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু মঙ্গলবার হরতালের ঘোষণা দিলেও ওইদিন পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি।