মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১২

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় একটি মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১২ জন আহত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 12:13 PM
Updated : 24 Nov 2014, 12:13 PM

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঙ্গালা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। এরা হলেন, সদর উপজেলার জয়রা গ্রামের বেলুন বিক্রেতা কুব্বত শেখ (২৮), সিঙ্গাইরের বাঙ্গালা গ্রামের হযরত আলীর স্ত্রী রোজিনা বেগম (২৫), তার মেয়ে জোনাকি আক্তার (৭), বিলকিস বেগম (২৫), তার ছেলে বিজয় হোসেন (৬) ও আরেফিন (৭)।

এদের মধ্যে কুব্বত শেখকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সিঙ্গাইর থানার ওসি মো. সৈয়দুজ্জামান জানান, বাঙ্গালা গ্রামে জাহের উদ্দিন বয়াতির বাড়িতে বাৎসরিক ওরশ উপলক্ষে চার দিনব্যাপী মেলা বসেছে। মেলায় গ্যাস বেলুন বিক্রি করছিলেন কুব্বত।

বেলা সাড়ে ১১টার দিকে বিকট শব্দে গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে নারী ও শিশুসহ ১২ জন আহত হন।

আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতাল, সিঙ্গাইরের বিভিন্ন ক্লিনিক ও ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি সৈয়দুজ্জামান বলেন, গ্যাস সিলিন্ডারটি পুরুত্ব কম থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।