বিটিসিএলে অগ্নিকাণ্ড, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হাজার ফোন বিকল

ব্রাহ্মণবাড়িয়ায় রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সংস্থা বিটিসিএল- এর মাইক্রোওয়েভ স্টেশনের একটি কক্ষে আগুন লেগে বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 05:20 AM
Updated : 24 Nov 2014, 05:20 AM

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে পৌর এলাকার ভাদুঘর এলাকায় বিটিসিএল স্টেশনের নিচতলার এই অগ্নিকাণ্ডের পর থেকে জেলার চার হাজারের বেশি টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে।

ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা না গেলেও তা কোটি টাকা ছড়িয়ে যেতে পারে বলে বিটিসিএলের উপসহকারী প্রকৌশলী মমিনুল হকের অনুমান।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ জানান, স্টেশনের নিচতলায় মাইক্রোওয়েভ কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে অগ্নিনির্বাপক কর্মীরা গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

উপসহকারী প্রকৌশলী মমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে ওই কক্ষের বিভিন্ন মূল্যবান কেবল ও যন্ত্রপাতি পুড়ে গেছে।”

প্রয়োজনীয় মেরামত শেষে বিকালের দিকে বন্ধ টেলিফোন ও ইন্টারনেট সংযোগগুলো সচল করার কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।