চট্টগ্রামে পিডিবি’র অভিযান, ৪৩টি সংযোগ বিচ্ছিন্ন

৩৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় খেলাপী গ্রাহকদের ৪৩ টি সংযোগ বিচ্ছিন্ন করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 03:57 PM
Updated : 23 Nov 2014, 03:57 PM

শনিবার সীতাকুন্ড উপজেলায় ও রোববার নগরীর মাদারবাড়ি এলাকা পৃথক দুটি অভিযান চালিয়ে মোট ২২টি মামলাও করে পিডিবি।

রোববার  এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিডিবি জানায়, মামলার পাশাপাশি অবৈধ সংযোগ ব্যবহারকারীদের  মোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে পিডিবি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার পিডিবি’র বিদ্যুৎ আদালতের বিচারিক হাকিম মো. মাসুদুল হকের নেতৃত্বে নগরীর মাদারবাড়ির বার কোয়ার্টার, মোগলটুলি, ডিটি লেইন, পশ্চিম মাদারবাড়ি, স্ট্যান্ড রোড, মাঝিরঘাট ও দারোগাহাট এলাকায় অভিযান পরিচালিত হয়।

আর শনিবার পিডিবি’র ফৌজদারহাট এলাকার আওতাধীন উত্তর সলিমপুর, তুলাতলী, ভাটিয়ারী ও জোড়ামতল এলাকায় সংস্থাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।