ট্যাংকারে আগুন, পুড়ল ১৫ হাজার লিটার তেল

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে একটি পেট্রোল পাম্পের সামনে আগুনে পুড়েছে একটি তেলের ট্যাংকার, যাতে ১৫ হাজার লিটার জ্বালানি তেল ছিল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 01:11 PM
Updated : 23 Nov 2014, 01:11 PM

রোববার সন্ধ্যা ৭টার দিকে তিব্বত মোড়ের কাছে সততা পেট্রোল পাম্পের সামনে ওই ট্যাংকারটিতে আগুন লাগে।

অগ্নিনির্বাপক বাহিনীর চেষ্টায় এক ঘণ্টায় নেভে সে আগুন, ততক্ষণে পুড়ে যায় ট্যাংকারটিতে থাকা ৯ হাজার লিটার অকটেন এবং সাড়ে ৬ হাজার লিটার ডিজেল।

কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা জানা যায়নি। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এই অগ্নিকাণ্ডের কারণে শহীদ তাজউদ্দীন সড়কে (মগবাজার-মহাখালী) মহাখালী বাস টার্মিনাল থেকে তেজগাঁও চৌরাস্তা পর্যন্ত এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকে কয়েক ঘণ্টা।

এছাড়া আগুনের শিখায় ওপরে বিদ্যুতের তার পর্যন্ত উঠে যাওয়ায় ওই এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। 

পেট্রোল পাম্পটির দক্ষিণ পাশে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এবং পেছনে আবাসিক এলাকা, সামনে রা্স্তার বিপরীত পাশে কোহিনূর কেমিকেল ইন্ডাস্ট্রিজের কারখানা।

সততা পেট্রোল স্টেশনের ব্যবস্থাপক নজির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে তেল নেওয়ার জন্য একটি ট্যাংকারটি আসে। ৯ হাজার লিটার অকটেন এবং সাড়ে ৬ হাজার লিটার ডিজেল নেওয়ার পর স্টেশন থেকে বের হওয়ার মূহূর্তে কয়েকটি বিকট শব্দ হয়েই ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

তেজগাঁও ফায়ার স্টেশন ঘটনাস্থল থেকে কয়েকশ’ গজের মধ্যে হওয়ায় দ্রুতই অগ্নিনির্বাপক বাহিনীর আগুন নেভাতে চলে আসে। বাহিনীর নয়টি ইউনিট কাজ করে আগুন নেভাতে।

ঘটনাস্থলে কর্তব্যরত অগ্নিনির্বাপক বাহিনীর পরিচালক (অপারেশন্স) মাহবুবুর রহমান রাত ৮টার দিকে সাংবাদিকদের বলেন, আগুন নেভানো হয়েছে।

তেলের লাগা এই আগুন নেভাতে ফোম ব্যবহার করা হয় বলে জানান তিনি।

আগুন নেভানোর সময় উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে ব্যস্ত ছিল পুলিশ;যদিও আগুনের তীব্রতাপে ট্যাংকারটির কাছেও ভেড়া যাচ্ছিল না।

কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে,তা জানাতে পারেননি অগ্নিনির্বাপক বাহিনী কিংবা পুলিশের কর্মকর্তারা।

তবে এতে কেউ হতাহত হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. সালাউদ্দিন।

</div>  </p>