চট্টগ্রামে মারা যাওয়া বিচারকের লাশের ময়নাতদন্ত আবার হবে

চট্টগ্রামে মারা যাওয়া নওগাঁর অতিরিক্ত জেলা জজ কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার অনুমতি পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 11:40 AM
Updated : 23 Nov 2014, 11:40 AM
রোববার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদুল আলম এই অনুমতি দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক কাজল বড়–য়ার আবেদনে বিচারকের এই আদেশ হয়।

গত ১৬ সেপ্টেম্বর নগরীর হালিশহরের মোল্লাপাড়া এলাকার বাসা থেকে বিচারক আবদুল হাসিবকে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার দ্বিতীয় স্ত্রী সানজিদা আহমেদ মিশু ও শ্বাশুড়ি লাকী আক্তার।

পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিচারক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছের বলে শ্বাশুড়ি ও স্ত্রী দাবি করলেও মাথায় জখমের চিহ্ন পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছিল।

এই ঘটনায় স্ত্রী, শ্বাশুড়িসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যামামলা হয় হালিশহর থানায়।

পরে মামলার তদন্তভার সিআইডি পেলে তারা বিচারকের লাশ পুনরায় ময়নাতদন্ত করতে তা কবর থেকে তোলার আবেদন জানায়।