বিকাশে আসা মুক্তিপণের টাকা নিতে গিয়ে ধরা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিকাশের মাধ্যমে আসা মুক্তিপণের টাকা তুলতে যাওয়া দুই অপহরণকারীকে এলাকাবাসীর সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 10:33 AM
Updated : 23 Nov 2014, 10:33 AM

এ সময় উদ্ধার হয়েছে আট বছরের এক শিশু, যাকে শনিবার সকালে নগরীর হালিশহর থেকে অপহরণ করা হয়েছিল।   

হালিশহর থানার এসআই সজল দাস জানান, শনিবার রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকা থেকে দুই অপহরণকারীকে আটকসহ  শিশুটিকে উদ্ধার করা হয়।   

উদ্ধার মাহবুবুর রহমান মাহাদী (৮) হালিশহর থানার মুজিবুর রহমানের ছেলে। তাদের বাড়ি হালিশহরের আই ব্লকের ৯ নম্বর সড়কে।

গ্রেপ্তাররা হলেন-ফেনীর সোনাগাজী উপজেলার মো. ফারুক (২৩) এবং ফুলগাজী উপজেলার রবিউল আলম (২৫)।

দুজনই চট্টগ্রাম বন্দর থানার ছনখোলা ক্রসিং এলাকায় থাকতেন।

শনিবার সকালে হালিশহরে স্থানীয় একটি মাদ্রাসায় যাওয়ার পথে শিশুটিকে অপহরণ করে নয়াটিলা মাজার এলাকায় একটি বাসায় নিয়ে আটকে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

এসআই সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণকারীরা মাহাদীর বাবার কাছ থেকে মুক্তিপণের টাকা চায়। ছেলেকে ফিরে পেতে তাদের কথামতো মজিবর বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠায়।  

“এই টাকা তুলতে দুই যুবক শিশুটিকে নিয়েই দোকানে আসে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এবং শিশুটিকে কাঁদতে দেখে আশপাশের লোকরো তাদের আটকে রেখে জোরারগঞ্জ থানা পুলিশে খবর দেয়। পরে জোরারগঞ্জ থানা পুলিশই হালিশহর থানায় খবর দেয়।”

গ্রেপ্তার অপহরণকারীরা শিশুটির পরিবারের পূর্ব পরিচিত কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।