পাবনায় ডাকাতের ধারালো অস্ত্রে এক ব্যক্তি নিহত

পাবনার চাটমোহরে ডাকাত দলকে ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ দিলেন এক ব্যক্তি।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 07:12 AM
Updated : 23 Nov 2014, 07:12 AM

শনিবার গভীর রাতে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ ঘটনায় এক ডাকাতকে ধরে পুলিশে দিয়েছে জনতা।

নিহত মজিবর রহমান খাঁ (৪০) উপজেলার প্রভাকরপাড়া গ্রামের মৃত আখের আলী খাঁর ছেলে।

চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত ডাকাত সদস্য শুকুর আলীকে (৪২) চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সুজানগর উপজেলার তাঁতীবন্দ গ্রামের আজিজ মোল্লার ছেলে।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুটি গুলি, একটি গুলির খোসা, ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে চাটমোহরের ওসি সুব্রত জানান, শনিবার গভীর রাতে ১০/১২ জন ডাকাত প্রভাকরপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের বাড়িতে হানা দেয়।

ওই বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা লুটপাট শুরু করলে বাড়ির একজন চিৎকার দেয়। এতে আশেপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালানোর চেষ্টা করে।  

এর মধ্যে ডাকাত দলের সদস্য শুকুরকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দা মজিবর রহমান। এ সময় শুকুর ধারালো অস্ত্র দিয়ে মজিবরের ঘাড়ে আঘাত করে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা এ সময় তাকে অস্ত্র ও গুলিসহ আটক করে পিটিয়ে পুলিশে দেয়।

গুরুতর আহত মজিবরকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।