ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় ৩ নসিমন আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় বাসের ধাক্কায় নসিমনের চালকসহ তিন আরোহীর মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 03:22 AM
Updated : 23 Nov 2014, 04:53 AM

রোববার সকাল ৭টার দিকে ভুল্লি এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মেহেদী হাসান জানান, হতাহতরা সবাই নসিমনের আরোহী। তাদের বাড়ি সদর উপজেলার শুকানপুকুরী লাউথুতি গ্রামে।

নিহতরা হলেন- নসিমন চালক মনু মিয়া (২৪) এবং দুই আরোহী হাবিবুল্লাহ হাবিব (২৬) ও মো. জইসুর রহমান জুরান (৩৫)।

আহতদের মধ্যে দুলাল হোসেন (৩২) ও আওয়াল (২৫) নামের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর মুরাদ হোসেন (২৫), দুদু মিয়া (২২) ও আলী জিন্নাহকে (৩২) ভর্তি করা হয়েছে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাবলু পরিবহনের একটি নৈশকোচ ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। অন্যদিকে রুহিয়া থেকে যাত্রাগানের আসর থেকে ফেরা কয়েকজন নসিমনে করে ফিরছিলেন।

দুটি বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে নসিমনটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মনু মিয়ার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো দুইজন।

বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে ওসি মেহেদী হাসান জানান।