কুড়িগ্রামে সরকারি বীজ হিমাগারে ডাকাতি, আহত ৫

কুড়িগ্রাম শহরের ত্রিমোহিনী এলাকায় নির্মাণাধীন সরকারি বীজ হিমাগারে ডাকাতি হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 06:06 PM
Updated : 22 Nov 2014, 06:06 PM

শনিবার ভোররাতে ডাকাতদের হামলায় হিমাগারের কয়েকজন স্টাফসহ পাঁচজন আহত হয়।

আহতরা হলেন- কম্পিউটার অপারেটর মিথান (২৭), হিসাবরক্ষক আবুল কাশেম (৫৬), নিরাপত্তারক্ষী শিতল (৩৯), ইলেকট্রিক মেকানিক বুলু (৩৬) ও তার স্ত্রী সবিতা (২৮)। আহতরা কুড়িগ্রাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সদর থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা আব্দুল গফুর জানান, শনিবার ভোররাতে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত বীজ হিমাগারের প্রাচীর টপকে কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে গার্ডদের হাত-মুখ বেধে গার্ডরুমে আটকে রাখে। পরে আবাসিক ভবনের দরজা ভেঙে ভেঙ্গে কর্মচারীদের মারধর করে।

পরে তাদের জিম্মি করে একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা, এক জোড়া সোনার চুড়ি, ৫টি মোবাইল ও নগদ ২২ হাজার টাকা হাতিয়ে লুট করে নিয়ে যায়।

সরকারি অর্থায়নে প্রায় ২৯ কোটি ব্যয়ে নির্মাণাধীণ বীজ হিমাগারের ধারণক্ষমতা তিন হাজারি মেট্রিক টন। এর মধ্যে দুই হাজার মেট্রিক টন আলু বীজ হিমাগার ও এক হাজার মেট্রিক টন ডিহিউমিডিফাইড বীজ সেন্টার।

ঘটনার পর শনিবার দুপুরে প্রকল্পের পরিচালক কবিরুল ইসলাম এবং প্রকৌশলী ডিকে বোস টিটো ঘটনাস্থল পরিদর্শন করেন।