১৭ হাজার পুলিশ নিয়োগ শিগগিরই: প্রতিমন্ত্রী

পুলিশ বাহিনীতে অচিরেই ১৭ হাজার সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 04:41 PM
Updated : 22 Nov 2014, 04:41 PM

শনিবার গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে পুলিশকে আধুনিকায়নে সরকারের কার্যক্রম তুলে ধরার সময় এই তথ্য জানান তিনি।

বাংলাদেশে বর্তমানে প্রতি ১ হাজার ৩৫ জন মানুষের জন্য একজন পুলিশ রয়েছে। এটা ১:৮০০ তে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছেন প্রতিমন্ত্রী।

তিনি মতবিনিময় সভায় বলেন, “খুব শিগগিরই আরো ১৭ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। সবকিছুই প্ল্যান মাফিক চলছে। এখন দরকার আপনাদের সহযোগিতা।”

পুলিশের কাজ আরো সহজ করতে সরকারে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে আসাদুজ্জামান বলেন, “আমরা আপনাদের সবকিছু প্রোগ্রামে নিয়েছি। আমরা থানাগুলো-বাসভবনগুলো নতুন করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফাইল ছবি

“আপনাদের ভাতা বাড়ানো হয়েছে, ঝুঁকি ভাতা বাড়ানো হয়েছে, আরো কিছু করার জন্য আমরা সবসময় তৈরি আছি। আমরা আপনাদের কথা চিন্তা করব, আর আপনারা দেশের কথা চিন্তা করবেন।”

সন্ত্রাসীদের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা না করতে প্রধানমন্ত্রীর অবস্থান পুলিশ সদস্যদের জানান প্রতিমন্ত্রী।  

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “বাংলাদেশে কোনো বিচ্ছিন্নতাবাদী, সেটা ভারত হোক, মিয়ানমার হোক, কোনো তৎপরতা চালাতে দেওয়া হবে না। আমাদের এখানে থেকে তাদের দেশে আক্রমণ করবে, সেটা হবে না।”

মতবিনিময় সভায় গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।