চবিতে বটতলী পর্যন্ত শাটল ট্রেন চলাচলের দাবি

ষোলশহর দুই নম্বর গেইটের পরিবর্তে আগের মতো বটতলী স্টেশন পর্যন্ত শাটল ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্র ফেডারেশন।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 03:32 PM
Updated : 22 Nov 2014, 03:32 PM

শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন শেষে প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছে সংগঠনটি।

ছাত্র ফেডারেশন চবি শাখার সাধারণ সম্পাদক বিকুল তাজিম বিডিনিউজকে বলেন,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিবহন শাটল ট্রেন আগে ক্যাম্পাস থেকে বটতলী স্টেশন পর্যন্ত নিয়মিত চলাচল করত।

“কিন্তু গত এক বছর ধরে রি-মডেলিং কাজের অজুহাতে ট্রেন চলাচল করছে ষোলশহর স্টেশন পর্যন্ত। এখন সব কাজ শেষ হয়েছে। তাই আগামী এক সপ্তাহের মধ্যে বটতলী পর্যন্ত শাটল ট্রেন চালু করতে হবে।”

দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চট্টগ্রাম স্টেশন ইয়ার্ড রি-মডেলিং প্রকল্পের কাজ শুরু হওয়ায় চবির শাটল ট্রেনের গন্তব্য বটতলীর পরিবর্তে ষোলশহর স্টেশন করা হয়।

সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন চবি শাখার সভাপতি আনোয়ার সাদাত জুনায়েদ, সহ সভাপতি আজিম খান, কামরুল হাসান, মতিউর রহমান, মির্জা ফখরুল, অং সাইম্যা মারমা, কিরণ, মামুন, আজাদ।