‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় শাবিতে সংঘর্ষ’

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগ নিয়ে বহিরাগতরা ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়েছে বলে দাবি করেছে স্থানীয় ছাত্রলীগের নেতারা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 02:13 PM
Updated : 22 Nov 2014, 02:13 PM

একই সঙ্গে ওই ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।

শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সংবাদ সম্মেলনে একথা জানান মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার।

লিখিত বক্তব্যে রাহাত বলেন, “শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন তার সাথে আমরা একমত। কেন্দ্রের নির্দেশমোতাবেক জেলা ও মহানগর ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।”

বৃহস্পতিবারের সংঘর্ষের জন্য বাহিরাগত সন্ত্রাসীদের দায়ী করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার জন্যই ক্যাম্পাসে এধরনের ঘটনা ঘটছে।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এই ছাত্রলীগ নেতা।

সম্মেলনে ক্যাম্পাসে বহিরাহতদের প্রবেশ নিষিদ্ধ করা, অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া ও সুমনের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান নেতারা।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরুল হাসানসহ নেতারা উপস্থিত ছিলেন।