জাতীয় ক্রীড়া পরিষদের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে জাতীয় ক্রীড়া পরিষদের বহুতল ভবনে লাগা আগুন আধা ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 02:02 PM
Updated : 22 Nov 2014, 02:31 PM

শনিবার রাত পৌনে ৮টার দিকে ২০ তলা ওই ভবনের ১৯ তলায় একটি সংগঠনের কার্যালয়ে আগুনের সূত্রপাত ঘটে বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।

ভবনের ১৯ তলায় জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। তাদের কার্যালয়েই একটি কক্ষে আগুন লাগে।

জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সেই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।”

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক বাহিনীর সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।

ঘটনাস্থলে কর্তব্যরত বাহিনীর পরিচালক (অপারেশন্স) মেজর মাহবুবুর রহমান সোয়া ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে।”

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন তিনি। আগুনে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।