চট্টগ্রামে দুটি হিমাগারের জরিমানা

লাইসেন্স না থাকায় চট্টগ্রামের দুটি হিমাগারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 01:48 PM
Updated : 22 Nov 2014, 01:48 PM

শনিবার সকালে নগরীর ফিশারিঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলার মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্স না করায় ওরিয়েন্ট সি ফুডকে ১৫ হাজার এবং মিতালী আইস প্রোডাক্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে জাটকা বিক্রির অপরাধে মো. আজাদ নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওই ব্যবসায়ীর কাছ থেকে জব্দ করা ১০০ কেজি জাটকা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।