কক্সবাজারে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

কক্সবাজার শহরে ভ্রাম্যমাণ আদালতে পরিবহন শ্রমিককে সাজা দেওয়ার প্রতিবাদে ডাকা ধর্মঘট তৃতীয় দিনের মাথায় প্রত্যাহার করেছেন শ্রমিকরা।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 01:18 PM
Updated : 22 Nov 2014, 01:18 PM

ফাইল ছবি

শনিবার বিকাল ৪টায় কক্সবাজার থেকে আবার দূর পাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ মুসা জানান, পুলিশের ডিআইজি ও কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকের পর তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।

তবে বৈঠকে সাজা দেওয়ার ঘটনার কোনো সুরাহা হয়নি জানিয়ে তিনি বলেন,  “আগামীকাল সকালে ডিআইজির কার্যালয়ে আবার বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এ ব্যাপারে আলাপ হবে।”

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত সৌদিয়া পরিবহনের কাউন্টার ম্যানেজার রুহুল আমিন এবং শাহ আমিন পরিবহনের ম্যানেজার আলাউদ্দিনকে পাঁচদিন করে, শ্যামলীমা পরিবহনের ম্যানেজার আলী আহসানকে ছয় দিনের ও শ্যামলীমার চালক মোহাম্মদ রাসেলকে তিন মাসের কারাদণ্ড দেয়।

এর প্রতিবাদে ওই দিন বিকাল থেকে কাউন্টার ম্যানেজাররা টিকেট বিক্রি বন্ধ করে দেওয়ায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়।