কারাভোগ শেষে ৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতের কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর নয় নারী ও শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 11:44 AM
Updated : 22 Nov 2014, 11:44 AM
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর দিয়ে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়।

এ সময় বিজিবি ৯ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার শামসুল হক, সোনামসজিদ স্থল বন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম, ভারতের পক্ষে মালদহ জেলা ম্যাজিস্ট্রেট অফিসের আইন কর্মকর্তা সুভাশিষ মাহাতো, মালদহ জেলার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রটেকশন অফিসার সুবেন্দু প্রমুখ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ৯ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, ফেরত আসা নারী ও শিশুরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে ধরা পড়ে এবং সেখানকার কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করে। কারাভোগ শেষে শনিবার বেলা দেড়টায় সোনামসজিদ আইসিপি দিয়ে তাদেরকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।

পরে তাদের জাতীয় মহিলা আইনজীবী সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়কারী ইয়াসমিন আরা খুশির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ইয়াসমিন আরা খুশি বলেন, ফেরত আসা নারী ও শিশুদের জাতীয় মহিলা আইনজীবী সমিতির ঢাকার সেফহোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।