কক্সবাজারে শিবিরের হামলায় ছাত্রলীগের তিন জন আহত

কক্সবাজার সরকারি কলেজে ইসলামী ছাত্র শিবিরের হামলায় ছাত্রলীগের তিন নেতাকর্মী আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 11:18 AM
Updated : 22 Nov 2014, 11:18 AM

শনিবার বেলা ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ হামলা হয় বলে কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়।

আহতরা হলেন- কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, কর্মী জাহেদুল ইসলাম ও আব্দুর রশিদ। এদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত রুবেল বলেন, “বেলা ১টার দিকে কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি ফরম জমা দেয়ার স্থানে গেলে কলেজ শিবিরের নেতা জাহেদুল গনি আমাকে ধাক্কা দেয়। এ সময় শিবির কর্মীরা কলেজের প্রবেশ মুখে তালা লাগিয়ে লাঠিসোঠা নিয়ে আমাকে ঘিরে ফেলে মারধর করে।

“আমি দৌঁড়ে অধ্যক্ষের কক্ষে আশ্রয় নিই। খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা গেলে তাদের উপরও হামলা চালায় শিবির নেতাকর্মীরা। এ সময় আরো দুজন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।”

বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রয়েছে জানিয়ে ওসি মাহফুজুর বলেন, যে কোনো ধরনের গোলযোগ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।