বিদায় নিলেন ঢাবির ভিআরজে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা

অপরাধ ও অপরাধের শিকারদের নিয়ে যারা গবেষণা করছেন সেই ভিক্টিমোলজি ও রেসটোরেটিভ জাস্টিস (ভিআরজে) বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপণী অনুষ্ঠান হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 07:53 AM
Updated : 22 Nov 2014, 08:39 AM

শনিবার বেলা ১টার দিকে ইনস্টিটিউটের মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. নূরুল ইসলাম।

অন্যদের মধ্যে ছিলেন, প্রফেসর ড. মাহবুবা সুলতানা, ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ওমর ফারুক প্রমুখ।

সমাপণী অনুষ্ঠানে গবেষক ও শিক্ষার্থীদের বিদায়ের পাশাপাশি আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

প্রফেসর ড. নূরুল ইসলাম বলেন, “আমরা এই বিশেষায়িত বিষয়টিকে একটি পূর্ণাঙ্গ বিভাগে রূপান্তরে অনেকদূর এগিয়েছি। আশা করছি খুব শিগগির এটি পূর্ণাঙ্গ বিভাগ হিসাবে আত্মপ্রকাশ করবে। সেই সঙ্গে বাংলাদেশে সৃষ্টি হবে নতুন অধ্যায়, যে শিক্ষা শুধু গবেষণায় নয় পেশাদারিত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে বিদায়ী ক্রেস্ট বিতরণ করা হয়।