সার্ক সম্মেলন শেষে ঢাকা আসছেন বিসওয়াল

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন শেষ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 07:20 PM
Updated : 21 Nov 2014, 07:20 PM
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৩ নভেম্বর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরের মধ্যে দিয়ে এই অঞ্চলে তার সফর শুরু করবেন। সেখান থেকে ১৮তম সার্ক সম্মেলনে যোগ দিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যাবেন তিনি।

কাঠমান্ডুর ব্যস্ততা শেষে বিসওয়াল বাংলাদেশে আসবেন বলে বিবৃতিতে জানানো হয়। তবে কবে তিনি বাংলাদেশে আসবেন এবং কতোদিন অবস্থান করবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি বিবৃতিতে।

আগামী ২৭ নভেম্বর সার্ক শীর্ষ সম্মেলন শেষ হবে।

বাংলাদেশে অবস্থানকালে বিসওয়াল সরকারের বিভিন্ন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়।

গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

ওই সফরের এক বছরের মাথায় ফের তার ঢাকা আসার বিষয়টি আগেই কর্মকর্তাদের বরাত দিয়ে নিশ্চিত করেছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ঢাকা থেকে উজবেকিস্তানের তাসখন্দে যাবেন বিসওয়াল।

ভারতে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি।