বরগুনায় যুবকটির পরিচয় কেউ জানে না

বরগুনার পাথরঘাটা উপজেলায় গত এক সপ্তাহ ধরে অবস্থান করছেন অজ্ঞাত পরিচয় এক যুবক।

মনির হোসেন কামাল বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 05:13 PM
Updated : 21 Nov 2014, 05:13 PM

৩০/৩৫ বছর বয়সী এ যুবক তার নাম রিফাত বলে জানান। এছাড়া বাবার নাম আমজাদ ও বোনের নাম মনি বলে জানান। ভাই আছে বললেও নাম বলতে পারছেন না।

তিনি আরও জানান, বোন ও ভাই চাকরি করেন, মা থাকেন বাসায়।

পাথরঘাটা নতুন বাজার মসজিদ সংলগ্ন ডাল-ভুষা আড়ৎদার স্বপন মিয়ার দোকানের সামনে গত এক সপ্তাহ ধরে তিনি অবস্থান করছেন।

স্থানীয়রা খেতে দিলেও তেমন কিছু থেকে চান না। তবে ডিম, টাইগার নামের পানীয়, কেক ইত্যাদি পছন্দ করেন।

তার পরনে আছে জিন্সের প্যান্ট, গায়ে স্যামসং মোবাইল কোম্পানির একটি গেঞ্জি। এছাড়াও হাতে সার্বক্ষণিক থাকে ক্রিকেটের একটি জার্সি।

স্থানীয়রা জানান, ওই জার্সিটিতে কেউ হাত দিলেই যুবকটি প্রচণ্ড রেগে যান। কেউ জার্সিটি নিয়ে গেলে তিনিও পিছু পিছু দৌড়েন।

ক্রিকেট খেলা দেখেন মনোযোগ সহকারে। টেস্ট ও ওয়ানডে খেলা বোঝেন। টিভি দেখতে পছন্দ করেন।  

আড়ৎদার স্বপন জানান, তার বাসা থেকে প্রতিরাতে বালিশ ও কম্বল দেয়া হয় ঘুমানোর জন্য। যুবকটি ভোরে তা আবার স্বপনকে ফিরিয়ে দিয়ে যান।

তার কথা শুনে মনে হয় ঢাকার প্রচলিত আঞ্চলিক ভাষা।